Wellcome to National Portal

আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩১.০১.২০২৪         পুনর্গঠিত কর অঞ্চলসমূহ ২০২৩            ট্রেনিং ক্যালেন্ডার         নবসৃষ্ট কর অঞ্চলসমূহে বদলি সংক্রান্ত অফিস আদেশ     ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তনসমূহ    ৪০তম বিসিএস (কর)ক্যাডারের ব্যাচের শিক্ষাণবীশ সহকারী কর কমিশনারবৃন্দের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (27th AFC)   আয়কর রিটার্ন প্রস্তুতকারী (TRP) পুন:বিজ্ঞপ্তি            TRP তালিকাভূক্তির জন্য আগ্রহী কর আইনজীবীগণকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল প্রসঙ্গে।      আগামী ০৯ জুলাই ২০২৪ তারিখে বিসিএস (কর) একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “অর্থ” আইন ২০২৪ এর মাধ্যমে আয়কর আইন ২০২৩ এ আনীত পরিবর্তন” সংক্রান্ত সেমিনার। আয়কর পরিপত্র ২০২৪-২৫

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৩

একাডেমিক পরিচিতি

১৯৯২ সনে কর পরিদর্শন ও প্রশিক্ষণ পরিদপ্তর, বিভাজনের মাধ্যমে কর প্রশিক্ষণ পরিদপ্তর/ বিসিএস (কর) একাডেমির সৃষ্টি হয়। আয়কর অনুবিভাগের কর্মকর্তা/ কর্মচারীগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর প্রশিক্ষণ পরিদপ্তর/বিসিএস (কর) একাডেমি আয়কর বিভাগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের দীর্ঘ/ স্বল্প মেয়াদী প্রশিক্ষণের আয়োজন করে। এছাড়াও আয়কর বিভাগের বাইরে সরকারী - আধাসরকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আয়করও আইন অবহিতকরণ ও তা যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে থাকে।

বিসিএস (কর) একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন একজন মহাপরিচালক। তিনি বিসিএস (ট্যাক্সেসন) ক্যাডারের কর কমিশনার পদমর্যাদার গ্রেড- ৩ এর কর্মকর্তা। বর্তমানে ৪৭, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকায় একটি আধুনিক বাণিজ্যিক বহুতল ভবনে বিসিএস (কর) একাডেমীর কার্যক্রম পরিচালিত হচ্ছে। একাডেমির রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী, চারটি আধুনিক শ্রেণী কক্ষ, একটি কম্পিউটার ল্যাব, একটি কনফারেন্স রুম, একটি মিলনায়তন, জিমনেসিয়াম, ইনডোর স্পোর্টস রুম, মসজিদ, ভিআইপি ও সাধারণ ডাইনিং কক্ষ ও প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক সুবিধা সম্বলিত হোস্টেল সুবিধা।

১৯৯২ সন পর্যন্ত বিসিএস কর একাডেমির কার্যক্রম সেগুনবাগিচায় এনবিআর এর পাশে দ্বিতীয় ১২তলা সরকারি ভবনের পঞ্চম তলায় স্বল্প পরিসরে পরিচালিত হত।

১৯৯২ সনের মে মাসে বহু প্রতীক্ষিত প্রশাসনিক পুনর্গঠন এবং পুনর্বিন্যাসের ফলে এই বিভাগটি দুটি আলাদা বিভাগে রূপান্তরিত হয়। যা নিম্নরূপ

১.কর পরিদর্শন পরিদপ্তর
২.কর প্রশিক্ষণ পরিদপ্তর যা পরবর্তীতে বিসিএস (কর) একাডেমি নামে পরিচিত হয়।

 একটি প্রশাসনিক সিদ্ধান্তে এই একাডেমি তোপখানা রোডে একটি ভাড়াকৃত ভবনে পরিচালনা করা হয়।

  • পরবর্তীতে ১৯৯৫ সনে এটি বেইলী রোড ১৩৩ ও ১৩৩/৩ এ অন্য একটি ভাড়া ভবনে পরিচালিত হয়।
  • ২০০৫ সনের অক্টোবরে একাডেমি ২৭/১, রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন এ অবস্থিত আরেকটি ভাড়া দালানে পরিবর্তন করা হয়।
  • ২০১২ সনের জুলাই থেকে পুনর্গঠন, পরিবর্তন এবং প্রসারের ফলে কর প্রশিক্ষণ পরিদপ্তর বিসিএস (কর) একাডেমি নামে পরিচিত হয়।
  • অবশেষে ২০১৫ সনের অক্টোবরে এটি ৪৭, সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি ভবনে স্থানান্তরিত হয়।

একাডেমির অনুমোদিত পদের সংখ্যা ... বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছে ... জন।

 

  • প্রশিক্ষণ কর্মসূচী অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত করা ।
  • পঞ্জিকা বর্ষের জন্য প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন করা।
  • কর প্রশিক্ষনের জন্য নতুন ক্ষেত্র চিহ্নিত করন।
  • ডিজিটাল এনবিআর সংক্রান্ত প্রশিক্ষণ- ইটিআইএন, অনলাইন রিটার্ন দাখিল ইত্যাদি।